চাকরি ফিরে পাচ্ছেন আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

 

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।

এতে বলা হয়, এখন পর্যন্ত চাকুরিচ্যুত পুলিশ সদস্যদের মোট ১৫২২টি আবেদন গ্রহণ কড়া হয়েছে। এদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই ও এটিএসআই ১৮০ জন, এসআই, সার্জেন্ট ও টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন। এদের মধ্যে যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন শুধু তাদের চাকরি ফিরিয়ে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

এতে আরও বলা হয়, গত বছরের আগস্টেই টাইব্যুনালে জয়ীদের চাকরিতে পুনর্বহাল করতে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। এরইমধ্যে কমিটি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours