মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট স্টেশনের যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সহায়তার জন্য নয় জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেরানিহাট ষ্টেশনে নিয়োগকৃত স্বেচ্ছাসেবকদের প্রথম দিনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, কেঁওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মহসিন, ঢেমশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, সাতকানিয়া উপজেলা পরিষদের সিএ মিজানুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীরসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, সাতকানিয়া উপজেলার মধ্যে কেরানিহাট একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এ স্টেশনের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক পুলিশদের সহায়তার জন্য প্রথম পর্যায়ে নয় জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সেচ্ছাসেবকদের সংখ্যা আরও বাড়ানো হবে।
+ There are no comments
Add yours