রোহিঙ্গারা যেন এনআইডি-পাসপোর্ট না পায় সেই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Estimated read time 1 min read
Ad1

রোহিঙ্গারা যেন এনআইডি-পাসপোর্ট না পায় সেই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ:

পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্টের ক্ষেত্রে জনগণ ভোগান্তি থেকে রক্ষা পাবে উল্লেখ করে রোহিঙ্গারা যেন পাসপোর্ট ও এনআইডি না পায়, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড অসাধারণ ভূমিকা পালন করেছে। সামগ্রিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ড একটি দক্ষ, আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিতে টেকসই অবদান রেখে চলেছে।

মবের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার সীমান্ত মিয়ানমার সরকারের দখলে না থেকে আরাকান আর্মির দখলে থাকায় বিজিবি-কোস্টগার্ডের কাজ করতে সমস্যা হচ্ছে। তবে, সীমান্তে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাসে দুর্নীতি অনেকটাই কমেছে, তবে এখনো সহনীয় পর্যায়ে আসেনি বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours