
উত্তরায় দম্পতির ওপর হামলার আসামিরা কিশোর গ্যাংয়ের সদস্য
ডেস্ক নিউজ:
উত্তরায় আলোচিত দম্পতিকে কোপানোর ঘটনায় জড়িত ছিলো কিশোর গ্যাংয়ের সদস্যরা। অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, সবাই মাদকাসক্ত ও ভাসমান অপরাধী।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উত্তরার ডিসি রওনক জাহান। তিনি বলেন, আসামিরা ছিনতাই, উপদ্রব, চুরি, মাদকসহ নানা অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে।
গ্রেপ্তারদের কয়েকজনের বিরুদ্ধে আগেরও মামলা আছে। আসামিদের বিচারকের কাছে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯/এ সড়কে মেহেবুল হাসান (৩৬) ও নাছরিন আক্তার ইপ্তি (৩০) নামের দম্পতিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ওই সময় ঘটনাস্থল থেকে মোবারক মিয়া (২২) ও রবি রায় (২১) নামের দুই যুবককে জনগণ আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।
উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র শনাক্ত ও গ্রেপ্তারউত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র শনাক্ত ও গ্রেপ্তার
এ ঘটনায় নাছরিন আক্তার ইপ্তি বাদী হয়ে একটি মামলা করেছেন।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর বলেন, আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারা শঙ্কামুক্ত।
সূত্র: একাত্তর
+ There are no comments
Add yours