ফিকহ কোরআন- সুন্নাহ থেকে পৃথক কিছু নয়, যা এ দুটির অন্তর্নিহিত নির্যাস আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন

Estimated read time 1 min read
Ad1

ফিকহ কোরআন- সুন্নাহ থেকে পৃথক কিছু নয়, যা এ দুটির অন্তর্নিহিত নির্যাস আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ এর খতিব খ্যাতিমান আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা কারী ছৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন বলেছেন-ফিকহ হচ্ছে ঐশী হেদায়েত এবং শরিয়াতে নববী হতে আবিষ্কৃত একটি বিষয়। যা মানুষের আত্নপরিচয়সহ যাবতীয় কল্যাণকর এবং ক্ষতিকর বিষয়াদি সম্পর্কিত জ্ঞান। ফিকহ কোরআন এবং সুন্নাহ থেকে পৃথক কিছু নয়, বরং যা এ দুটির অন্তর্নিহিত বিষয়াদি সুস্পষ্টভাবে দৃশ্যমান করে থাকে।
চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- ইসলামী শরিয়ায় কুরআন ও হাদিসের পরেই ফিকহের স্থান। যেটি কোরআন সুন্নাহ হতে বিবেক বুদ্ধি দ্বারা উদঘাটিত জ্ঞান। ফিকহ এমন একটি শাস্ত্র, যা থেকে শরীয়াহ’র বিস্তারিত প্রামাণাদি থেকে ব্যবহারিক শরীয়াহ’র বিধি-বিধান সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। এটি হচ্ছে ইসলামী আইন কানুন এবং এ সম্পর্কিত বিজ্ঞান। জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল (এম এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আলকাদেরী বলেছেন- ফিকহ্ শাস্ত্রের জনক হচ্ছে হযরত ইমামে আজম আবু হানিফা (রাদ্বি)। একটি মহল মাজহাবের বিরোধীতার নামে মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক বিভাজন তৈরি করছে। যা কূপমণ্ডুকতার পরিচায়ক বলে তিনি মন্তব্য করেন। পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন বলেছেন-ফিকহ শাস্ত্র হচ্ছে- ইহ ও পরকাল উভয় জগতে সাফল্য অর্জনই হচ্ছে এটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ফিকহ শাস্ত্র সম্পর্কে সম্যক ধারনা না থাকাই বর্তমানে মুসলিম উম্মাহর মধ্যে অবাঞ্ছিত ফিতনা বর্ধিষ্ণু। আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ (একেএনবি) এর উদ্যোগে অদ্য ২২ ফেব্রুয়ারী ‘২৫ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম এলজিইডি ভবন কামরুল হাসান সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত ১০ম পবিত্র দরসুল ফিকহ মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ (একেএনবি) বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী ছিপাতলী গাউসিয়া মঈনিয়া বহুমূখী কামিল মাদরাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ এর খতিব খ্যাতিমান আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা কারী ছৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ খ্যাতিমান আলেমেদ্বীন শায়খুল হাদিস আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল (এম এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ফকিহে মিল্লাত আল্লামা অছিয়র রহমান আলকাদেরী। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, উপাধ্যক্ষ আল্লামা শরিফ মোহাম্মদ সোলায়মান আলহাসানী, মুফতি আল্লামা ইব্রাহীম হানাফি, মুফতি আল্লামা শহিদুল ইসলাম চৌধুরী। আল্লামা ফখর উদ্দীন আলকাদেরী, দরবারে বারিয়ার শাহজাদা ছৈয়দ সাইফুল ইসলাম বারী, বিশিষ্ট কলামিস্ট অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, রাজনীতিবিদ স ম হামেদ হোসাইন, আল্লামা মুফতি নিজাম উদ্দীন নোমানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন- মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- মাহফিল প্রস্তুতি কমিটির সচিব অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী। মাওলানা কাজী শফিউল আজম এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আল্লামা আবদুল আজিজ রজভী, মাওলানা স ম শহিদুল হক ফারুকী, অধ্যক্ষ আল্লামা আবদুল হান্নান, উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা রিয়াজ মাহমুদ, মাওলানা মমতাজ উদ্দীন হোসাইনী, মাওলানা ওবাইদুল হক তৈয়বী, স ম শওকত আজিজ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা মহিউদ্দীন তাহেরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ নুরুল আমিন, হাফেজ মাওলানা ইসহাক প্রমূখ।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours