
জামালপুরে স্কুল থেকে পিকনিকে যাওয়ার পথে ছাত্রের মৃত্যু
মোঃ মোশারফ হোসেন সরকার
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার পথিমধ্যে মোঃ রাশেদুল ইসলাম (১৫) নামে এক মেধাবী ছাত্রের করুন মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ৮ ঘটিকার দিকে বিদ্যালয় থেকে শিক্ষা সফরে দুটি বাস নং ঢাকা -মেট্রো -ব – ১৪-৩৬৪১ নিয়ে যাওয়ার পথিমধ্যে সোনাকান্দর মোড় নামক স্থানে বাস চলন্ত অবস্থায় জানালা দিয়ে মাথা বের করলে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছের সাথে চাঁপা লেগে মারাত্মক আহত হয় । আহতবস্থায় চিকিৎসার জন্য সরিষাবাড়ী থানা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদুল ইসলাম উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে মাতার নাম রাশেদা। সে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর বিএম শাখার ছাত্র রোল নম্বর০১।
তার এই অকাল মৃত্যুতে পিতা মাতা আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের মাতম চলছে। বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকগণকে না পাওয়া যাওয়ায় সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয় নাই। এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান,বাস আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
+ There are no comments
Add yours