
ডেস্ক নিউজ:
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে সিএনজি অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ এক নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরোও এক নারী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নারায়নহাট ইউনিয়নের দক্ষিণ জুজখোলা গ্রামের মো. ইউচুপের ছেলে ও নাজিরহাট কলেজের শিক্ষার্থী মো. পারভেজ এবং হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে রেহেনা আক্তার তানিয়া(২৪)। এঘনায় আহত হয়েছেন উপজেলার সুয়াবিল ইউনিয়নের কাজলী দাশ (৫০) নামে আরোও এক নারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাজিরহাট পৌর এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ফটিকছড়ির সদরমুখী সিএনজি অটোরিকশা ও হাটহাজারীমুখী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর রেহেনা আক্তার(২৪) ও মো. পারভেজের(২২) মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ বলেন, “দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
+ There are no comments
Add yours