ইউনুস আলী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
তিন দিক থেকে ভারত বেষ্ঠিত দেশের উত্তরের উপজেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুরে সরাসরি মেইল বাস চালুর দাবীতে একটি বিশেষ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ(শুক্রবার) সকালে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভূরুঙ্গামারী সরকারি কলেজ চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়।
পরে সরকারি কলেজ চত্বরে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আলেফ উদ্দিন, বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জেট প্রমুখ।
বক্তারা বলেন ভূরুঙ্গামারী অত্যান্ত সম্ভাবনাময় একটি উপজেলা। এ উপজেলার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নাই।
সভায় বক্তারা ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুর পর্যন্ত সরাসরি মেইল বাস সার্ভিস চালুর জন্য বাস মালিক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনে সহযোগিতা কামনা করেন।
+ There are no comments
Add yours