
ডেস্ক নিউজ:
আত্মপ্রকাশের একদিনের মাথায় পদত্যাগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ। ইতোমধ্যে তিনি পদত্যাগপত্রও জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠনের নেতারা এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে রিফাত রশীদ নেই। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সময় বুধবার গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে বিশৃঙ্খলার ঘটনা পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, ৩ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম রয়েছেন। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এ সময় বুধবারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিন সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এর একটি বড় অংশে রাখা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এছাড়া পরবর্তীতে সারাদেশে সংগঠনের কমিটি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা।
উল্লেখ্য, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। ওইদিন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিফাত রশীদ ও মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর নাম ঘোষণা করা হয়। তবে একদিনের মাথায় রিফাত রশীদের পদত্যাগের কথা জানালো সংগঠনটি।
সূত্র: চ্যানেল২৪
+ There are no comments
Add yours