
দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ
ডেস্ক নিউজ:
প্রতিবারের মত এবারও জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ বছর ভোটার তালিকায় গত বছরের তুলনায় ভোটার সংখ্যা ১.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে।
রোববার (২ মার্চ) আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। মহিলা ছয় কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫। হিজড়া ৯৯৪ জন।
গত বছর দোসরা মার্চে মোট ভোটার সংখ্যা ছিলো ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। সে তুলনায় এ বছর এক দশমিক পাঁচ চার শতাংশ ভোটার বেড়েছে।
প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে সবার সহযোগিতা প্রয়োজন।
বাড়ি বাড়ি গিয়ে এখনো ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
রোববার ভোটার দিবস উদযাপন করবে ইসিরোববার ভোটার দিবস উদযাপন করবে ইসি
এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য, ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে ৫০ লাখেরও বেশি মানুষের তথ্য। নতুনদের যুক্ত করার পাশাপাশি মৃতদের বাদ দিয়ে আগামী জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার সংখ্যা নির্ধারিত হবে।
সূত্র: একাত্তর টেলিভিশন
+ There are no comments
Add yours