
মাহে রমজানে সাশ্রয়ী মূল্যে জেলা প্রাণিসম্পদের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোঃ মোশারফ হোসেন সরকার:
মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ জামালপুর কর্তৃক সাশ্রয়ী মূল্যে দুধ এবং ডিম বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন, জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।
এ সময় জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: ছানোয়ার হোসেন উপস্হিত ক্রেতা ভাইবোনদেরকে ডিম ও দুধের মূল্য সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন।
প্রতি লিটার দুধ ৭০ টাকা এবং প্রতিটি ডিম ৯ টাকা ৫০ পয়সা মূল্যে বিক্রি হবে।একজন ক্রেতা সর্বোচ্চ ১.৫ লিটার দুধ এবং ১২ টি ডিম কিনতে পারবেন একবারে। ফৌজদারি মোড় এবং হাই স্কুল মোড় এ দুটটি স্পটে সকাল বিকাল দুধ, ডিম বিক্রয় হইবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ। এতে সহযোগিতা করেছেন জামালপুর সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসের কর্মচারীগণ এ কার্যক্রম মাহে রমজানব্যাপী চলমান থাকবে।
+ There are no comments
Add yours