
‘শেখ হাসিনার শাস্তি হবে বিচারিক প্রক্রিয়ায়, এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই’
ডেস্ক নিউজ:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার শাস্তি বিচারিক প্রক্রিয়ায় হবে, এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। আওয়ামী লীগের যারা অন্যায়ের সাথে জড়িত তাদেরও বিচার হবে, এরজন্য নির্বাচন দেরি হতে পারে না।
বুধবার (৫ মার্চ) তিনি বলেন, এক এক দিন যাচ্ছে, সংকট তত বাড়ছে। নিত্যপণ্যের মূল্যের উদ্ধগতি রোধ করা যাচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও বর্তমান সময়ে সম্ভব হচ্ছে না। জনসমর্থন আছে এমন সরকার ক্ষমতায় থাকলে, এসব সংকট কেটে যেতো।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের তেমন দায়বদ্ধতা নেই। জনগণের সমর্থনে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে সংকট অনেকটাই কেটে যেতো। নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐক্যমতের ভিত্তিতে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours