
শপথ নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন নবনিযুক্ত উপদেষ্টা
ডেস্ক নিউজ:
মূল্যবোধ তৈরিতে কাজ করে যাবেন বলে শপথ নেবার পরে মন্তব্য করেছেন নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনে সি আর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ।
দায়িত্ব নিয়ে গণমাধ্যমকে সি আর আবরার বলেছেন, তিনি মূল্যবোধ তৈরিতে কাজ করে যাবেন।
রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন নতুন উপদেষ্টা। আগের শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ সম্পর্কে তাকে জানান।
দায়িত্ব নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে নতুন উপদেষ্টা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরিতে কাজ করবেন তিনি। এ দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলেও জানান অধ্যাপক সি আর আবরার।
এসময় সবার সহযোগিতায় শিক্ষা খাতের সমস্যা সমাধান এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলেও জানান নতুন উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এবং শরণার্থী ও শ্রমঅভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক সি আর আবরার।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours