ঝিনাইদহে এতিম কিশোরের ওপর নৃশংস নির্যাতন; শিক্ষক পলাতক

Estimated read time 1 min read
Ad1

ঝিনাইদহে এতিম কিশোরের ওপর নৃশংস নির্যাতন; শিক্ষক পলাতক

শিপন মিয়া, ঝিনাইদহ ঃ
ঝিনাইদহের মথুরাপুর আদর্শ এতিমখানায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। ইফতারের পর বেঁচে থাকা মাত্র দুটি কমলা খাওয়ায় সাগর হোসেন (১৬) নামে এক এতিম কিশোরের ওপর চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন। লাঠি ও ষ্ট্যাম্পের আঘাতে তার সারা শরীর ক্ষত-বিক্ষত। বর্তমানে সে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের ভাষ্যমতে, এতিমখানার শিক্ষক ইমরান হাওলাদার ফজরের নামাজের পর সাগরকে দঁড়ি দিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করেন। এ সময় আরেক শিশুকেও শারীরিক নির্যাতন করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি এতিমদের ওপর এমন বর্বর আচরণ করতেন বলে অভিযোগ উঠেছে।

সাগরের মা মধুমালা খাতুন জানান, এক ব্যক্তি সোমবার এতিমখানায় ইফতারের আয়োজন করেছিলেন। সেখান থেকে বেঁচে যাওয়া কমলার দুটি টুকরো খাওয়ার “অপরাধে” তার ছেলেকে নির্মমভাবে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খবর পেয়ে সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এতিমখানার সুপার জহুরুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদারকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ও সাগরের পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours