চট্টগ্রামে তথ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব গ্রেফতার

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রামে তথ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব গ্রেফতার

ডেস্ক নিউজ:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেফতারের পর রাতেই সাবেক এই সচিবকে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম ঢাকার দিকে রওনা হয়েছে বলে জানা গেছে।

জিয়াউল আলমের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগ রয়েছে। এগারো কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরণের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে। এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করে এনামুল হক নামের এক ব্যক্তি গত বছরের ৯ অক্টোবর মামলা করেন।

এজাহারে উল্লিখিত আসামিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রি করেন। ওই প্রতিষ্ঠানের (ডিজিকন) মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশবিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সূত্র:যমুনা টেলিভিশন

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours