
অসুস্থ পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী’র শয্যাপাশে- অধ্যক্ষ আল্লামা জুবাইর
নিজস্ব প্রতিবেদক :
দেশের বরেণ্য আলেমেদ্বীন আঞ্জুমানে নুরীয়া রজবীয়া ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অসুস্থ পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী (ম.জি.আ) কে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে দেখতে যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর, সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম। নেতৃবৃন্দ আল্লামা নূরীর শয্যাপাশে বেশ কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। পরিশেষে তাঁর আশু সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
+ There are no comments
Add yours