শিবিরের এত টাকা কোথা থেকে আসে, প্রশ্ন ছাত্রদলের

Estimated read time 1 min read
Ad1

শিবিরের এত টাকা কোথা থেকে আসে, প্রশ্ন ছাত্রদলের

ডেস্ক নিউজ:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এত টাকা কোথা থেকে আসে, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

 

শুক্রবার (০৭ মার্চ) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, আমারা গণমাধ্যমে ছাত্রশিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কীভাবে উপার্জন করছেন। তাদের আয়ের উৎস কী? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে এই আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই।

নাছির উদ্দিন নাছির বলেন, বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সারজিসদের ওপর হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি একক ইজারাদার হিসেবে গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে। দলটিতে কোনো নতুনত্ব নেই। দলটি অনেক কিছু বিএনপি থেকে কপি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই ছাত্রদলের নাম জড়ানোর দুরভিসন্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, পূর্বের রেষারেষির জের ধরেই সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করে পোস্ট দিয়েছে। এ ঘটনায় সময় ছাত্রদলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিল কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। এতে ছাত্রদলের কারও কোনো সংশ্লিষ্টতা থাকলে আমরা দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলে, সারজিস আলম ছাত্রদলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি ও হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন ছোট-খাট ঘটনাতে উদ্দেশ্যপ্রণোধিতভাবে ছাত্রদলের নাম জড়ায়। এ সময় জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: ইত্তেফাক

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours