রমজান উপলক্ষে বাঁশখালীতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং; জরিমানা আদায়

Estimated read time 1 min read
Ad1

রমজান উপলক্ষে বাঁশখালীতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং; জরিমানা আদায়

মোহাম্মদ আমিনুল ইসলাম:
চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম প্রতিদিনের মতো আজও অব্যাহত রয়েছে। বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

বাঁশখালী উপজেলায় রমজানে নিত্যপণ্যের মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে প্রশাসন।রমজানের শুরু থেকে প্রতিদিনই ইউএনও এবং এসিল্যান্ড কোনো না কোনো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। বাজারে যেন কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে তারা ব্যবসায়ীদের সতর্ক থাকার আহবান করেন। একইসাথে তাদের দোকানের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা লটকিয়ে প্রদর্শন করার জন্যও অনুরোধ করেন। তারই ধারাবাহিকতায় আজ ০৭/০৩/২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৩ টা থেকে ৪.৩০ পর্যন্ত উপজেলার চাম্বল বাজারে সহকারী কমিশনার (ভূমি)’র নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিভিন্ন অসংগতির কারণে ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ২,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।পরবর্তীতে একই অপরাধ করলে কারাদণ্ড প্রদান করবেন বলে সতর্ক করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন উপজেলা আনসার সদস্যদের একটি টিম।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ী ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন তারা নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।বাজারে শৃঙ্খলা রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সবাইকে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। জনগণকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং কোনো অনিয়ম দেখা গেলে দ্রুত প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours