
সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৭০০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মুহাম্মদ ফরিদ উদ্দীন,
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে সাতকানিয়া উপজেলায় গোয়েন্দা সংস্থার এনএসআই ও পুলিশের এর যৌথ অভিযানে ৭০০ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
রবিবার ( ০৯ মার্চ) আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে- বান্দরবান মহাসড়কের এলাইট হসপিটালের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় এনএসআই ও পুলিশের এর যৌথ অভিযানে ৭০০ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
যার স্থানীয় মূল্য – ২ লক্ষ ১০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জনার কেওচিয়া এলাকার মোঃ আবদুস সোবহানের পুত্র মোঃ আবু বক্কর (৩৯)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয় দায়ের করা হয়েছে এবং চট্টগ্রাম কোর্টের প্রেরণ করা হয়েছে।
+ There are no comments
Add yours