
পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ
ডেস্ক নিউজ:
রাজধানীর টিএসসি থেকে ঝটিকা মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারের গ্রেপ্তার, ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের সদস্যরা।
বুধবার (১২ মার্চ) রাত দশটার পর এই কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, ২০১৩ সালে শাহবাগে হট্টগোল করে নির্দোষ আলেমদের হত্যা করা হয়েছিলো সেই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এখন আবার দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে লাকি আক্তার।
তারা দাবি করেন, ২০১৩ সালের সেই চক্রই সম্প্রতি পুলিশের গায়ে হাত তুলে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র শুরু করেছে লাকিসহ ফ্যাসিবাদের দোসররা।
আন্দোলনকারীদের দাবি, নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে নানান ছুতোয় দেশে বিশৃঙ্খলা তৈরি করছে চক্রটি। তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা।
সূত্র: একাত্তর
+ There are no comments
Add yours