
কওমি মাদ্রাসার তিন শিশুকে ধর্ষণের চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার
ডেস্ক নিউজ:
রাজবাড়ীতে একটি কওমি মাদ্রাসার তিনটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওই প্রতিষ্ঠানের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় পরিবারের অভিযোগ ও অভিযুক্ত দোষ করলে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (১৯ মার্চ) জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদরাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।
তার নাম আব্দুল্লাহ আল মামুন (৩৩)। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার সনাতনকাঠি গ্রামের বাসিন্দা।
থানায় লিখিত অভিযোগের বরাতে কালুখালি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ওই মাদ্রাসার তিনটি শিশু মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে থাকে। শিক্ষক মামুন ওই শিশুদের গত তিন মাসের বেশি সময় ধরে বিভিন্ন বাহানায় রুমে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। ভয়ে শিশুরা পরিবারে কিছু না জানালেও স্থানীয়রা টের পেয়ে শিক্ষককে আটক করে। পরে দোষ স্বীকার করলে স্থানীয় তাকে পুলিশে সোপর্দ করে।
খিলক্ষেতে ধর্ষণে অভিযুক্ত তরুণকে গণধোলাইখিলক্ষেতে ধর্ষণে অভিযুক্ত তরুণকে গণধোলাই
সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ডসাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড
তিনি জানান, এ ব্যাপারে এক শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: একাত্তর
+ There are no comments
Add yours