
মানিকগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
ডেস্ক নিউজ:
মানিকগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১৯ মার্চ) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।
রাত দেড়টার দিকে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
+ There are no comments
Add yours