
টেকনাফে নিখোঁজ সেই বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
ডেস্ক নিউজ:
টেকনাফে নিখোঁজ সেই বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজের একদিন পর বিজিবি সদস্য মোহাম্মদ বিল্লাহ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাট সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিজিবি।
মৃত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল (২৮) বিজিবির শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, দুপুরের দিকে নিখোঁজ বিজিবির সদস্যের মরদেহ শাহপরীর দ্বীপের অংশের সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, রোববার দুপুরের দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরার সময় ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্য মোহাম্মদ বিল্লাহ হোসেনের মরদেহ দেখতে পান। পরে বিজিবিকে খবর দিলে তারা গিয়ে সাগর থেকে মরদেহ উদ্ধার করে।
গত শুক্রবার দিনগত মধ্যরাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবে যায়। তখন ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। মরদেহ উদ্ধার করা হয় চার রোহিঙ্গার।
এ ঘটনায় এখনও কত জন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নাফ নদী ও সাগরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
+ There are no comments
Add yours