দোহাজারী সড়ক দুর্ঘটনায় নিহত রিকশা চালকের পরিবারকে গাউসিয়া কমিটির আর্থিক সহায়তা প্রদান

Estimated read time 1 min read
Ad1

দোহাজারী সড়ক দুর্ঘটনায় নিহত রিকশা চালকের পরিবারকে গাউসিয়া কমিটির আর্থিক সহায়তা প্রদান ।

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া, প্রতিনিধি।

চন্দনাইশ উপজেলার
দোহাজারীতে নিহত রিকশা চালকের পরিবারকে গাউসিয়া কমিটির বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার এর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহয়তা ও প্রতিমাসে সহয়তা প্রদানের প্রতিশ্রুতি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে অন্যতম জামিজুরী এলাকার ব্যাটারি চালিত অটো রিকশাচালক ৬ কন্যা সন্তানের জনক
রুহুল আমিনের পরিবারের অসহায়ত্বার সংবাদ পেয়ে
আনজুমান এ রহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের কেবিনেট সদস্য ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার আজ ২২ মার্চ রোজ শনিবার বাদে আসর জামিজুরী এলাকায় রুহুল আমিন ও জসিম উদ্দিন এর পরিবারের খোঁজখবর নেন। এসময় তিনি রুহুল আমিন এর পরিবারকে ঈদ উপহার স্বরুপ নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন এবং প্রতিমাসে উক্ত পরিবারকে পারিবারিক খরচ বাবদ ১২ হাজার টাকা করে রুহুল আমিনের পরিবারের ব্যাংকে ১ থেকে ৫ তারিখের ভিতর ব্যাংক একাউন্টের মাধ্যমে জমা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ছয় মেয়ের লেখা পড়া, বিবাহ প্রদান সহ যেকোন প্রয়োজনের ব্যক্তিগত ভাবে গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার মাধ্যমে সহয়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

এসময়ে তিনি দূর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পিতা জসিম উদ্দিনকে দেখতে যান। আসন্ন ঈদ উপহার স্বরূপ নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন জসিমকে।এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন এ.এস.এফ সদস্য শাহনেওয়াজ চৌধুরী শুভ, এসময়ে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দোহাজারী পৌরসভা শাখার সভাপতি জাফর আহম্মদ খান সহ-সভাপতি মুহাম্মদ আমির হোসেন, সহ -সভাপতি মুহাম্মদ আলহাজ্ব আবু তাহের, সাধারণ সম্পাদক : মাওলানা মুহাম্মদ তৌহিদুল মোস্তফা কাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ সোলাইমান, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ মনছুর আলী, সহ সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান আলমগীর, অর্থ সম্পাদক আরমান : হোসেন, জামিজুরী ওয়ার্ড শাখার সভাপতি আলহাজ্ব জাকির হোসেন,সহ সভাপতি মীর কাশেম, যুগ্ম সম্পাদক কামাল উদ্দীন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ দোহাজারী পৌরসভা শাখা যেকোনো সুখেদুঃখে রুহুল আমিনের পরিবারের পাশে থাকবেন বলে জানান।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours