
আবু সাঈদের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা
ডেস্ক নিউজ:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । সোমবার (২৪ মার্চ) সেনাসদরে আবু সাঈদের পিতার নিকট তিনি আর্থিক সহায়তা তুলে দেন।
এর আগে, গত বছরের ১০ ডিসেম্বর আবু সাঈদের পিতা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।
এছাড়াও, গতকাল রোববার (২৩ মার্চ) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে উপস্থিত ছিলেন আবু সাঈদের পিতা।
উল্লেখ্য, গত বছর ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন বেরোবি আবু সাঈদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
+ There are no comments
Add yours