
চমেক হাসপাতালে হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের পক্ষ থেকে ১৫টি হুইল চেয়ার প্রদান”
ডেস্ক নিউজ:
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর পক্ষ হতে ২৫ মার্চ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের রোগীদের ব্যবহারের সুবিধার্থে ১৫টি হুইল চেয়ার প্রদান করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এর নিকট হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। হুইল চেয়ার গ্রহণকালে পরিচালক মহোদয় বলেন, ট্রাস্টের ব্যাপক মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছে। তিনি ভবিষ্যতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন কর্মকাণ্ডে ট্রাস্টকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজী ডিপার্টমেন্টের প্রধান ডা. মোঃ নুরুদ্দীন তারেক, সহকারী পরিচালক (প্রশাসন) ডা: কাজী সাইফুল ইসলাম, সহকারী পরিচালক ডা. রুমা ভট্টাচার্য, ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ডা. সাইফুদ্দিন মাহমুদ, ডা. এস এম আসাদুল্লাহ, ডা. মোনায়েম ফরহাদ, ডা. সামিয়ুল করিম, ট্রাস্টের প্রশাসিনক ও সমন্বয় কমকর্তা তানভীর হোসাইন।
+ There are no comments
Add yours