
নিষিদ্ধ হয়েছেন মেসির বডিগার্ড
স্পোর্টস ডেস্ক:
ইন্টার মিয়ামিতে খেলা বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বডিগার্ডের দায়িত্ব সামলাতেন ইয়াসিন চুকো। এখন থেকে মিয়ামির ম্যাচের সময় আর সেভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। কারণ, মেজর লিগ সকার কর্তৃপক্ষ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে।
প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে মেজর লিগ সকারে যোগ দেয়ার পর নতুন ব্যবস্থাপনা করতে হয় মেসিকে। সেসময় তার বডিগার্ডের দায়িত্ব পড়ে নেভী সিলের সাবেক সদস্য চুকোর উপর। আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা ব্যক্তিগত নিরাপত্তী রাখতে চেয়েছিলেন।
মিয়ামিতে অনেক ম্যাচেই ভক্ত-সমর্থকদের মাঠে গিয়ে মহাতারকাকে ছুঁয়ে দেখার ইচ্ছায় খেলা বন্ধ করতে হচ্ছে। তারা যেন মেসির কাছে পৌঁছাতে না পারেন, সেজন্য সদা তৎপর থাকতেন চুকো। এ জায়গায় নিষেধাজ্ঞায় পড়বেন চুকো, মাঠে ঢুকতে তাকে বারণ করা হয়েছে। নিষেধাজ্ঞা মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও বহাল থাকবে।
এ নিয়ে এমএলএস কর্তৃপক্ষকে জবাব দিতে চুকো বলেছেন, ‘তারা আমাকে মাঠে ঢুকতে বারণ করেছে। আমি সাত বছর ইউরোপে লিগ ওয়ান এবং চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি এবং মাত্র ছয়জন মাঠে ঢুকে পড়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পর ২০ মাসে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে। এখানে অনেক সমস্যা আছে। আমি সমস্যা নই। মেসিকে রক্ষা করতে সাহায্য করেন।’
‘আমি মেজর লিগ সকার এবং কনক্যাকাফ ভালোবাসি, আমাদের একসাথে কাজ করতে হবে। সহযোগিতা করতে আমি ভালোবাসি। আমি হয়তো অন্যদের থেকে ভালো না, কিন্তু ইউরোপে বেশ কাজ করার অভিজ্ঞতা আছে। ঠিক আছে, আমি তাদের সিদ্ধান্ত বুঝতে পেরেছি। তবে আমার মনে হয় আমরা আরও ভালো করতে পারতাম।’
+ There are no comments
Add yours