
হাসপাতালে শুধু বাবার নাম বলতে পারছে ছয় বছরের শিশুটি
ডেস্ক নিউজ:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত আরাধ্য বিশ্বাস নামে একটি শিশু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ইউরো ওয়ার্ডে ভর্তি আছে। শিশুটি শুধু নিজের ও বাবার নাম দীলিপ বিশ্বস বলতে পারছে। এর বেশি কিছু তার মনে নেই। ভুলে গেছে বাড়ির ঠিকানাও। শিশুটিকে শনাক্তে পরিবারে বার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন চমেকের চিকিৎসকরা।
বুধবার (২ এপ্রিল) ওই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা। মাথায় আঘাত পাওয়া এই শিশু হাসপাতালের বেডে শুয়ে শুধু কাঁদছে।
চমেক হাসপাতালের চিকিৎসক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছে, ‘শিশুটি মাথায় আঘাত পেয়েছে। এখন তার স্বজনদের দরকার। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারে খবর দিন প্লিজ।
উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
+ There are no comments
Add yours