
লোহাগাড়ায় হতাহতদের পরিবার আর্থিক সহায়তার ঘোষণা
ডেস্ক নিউজ:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতদের পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
তিনি জানান, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারে পাঁচ লাখ টাকা ও আহতদের চিকিৎসার জন্য তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
এছাড়া সরকারের পক্ষ থেকে আহতদের ১৫ হাজার ও নিহতদের পরিবারে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (২ এপ্রিল) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাস্থল চুনতি জাঙ্গালিয়া এলাকা পরিদর্শন করে এসব জানান তিনি।
দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছে উপদেষ্টা মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
সূত্র: একাত্তর
+ There are no comments
Add yours