
রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত আপিল বিভাগের দুই বিচারপতির সাক্ষাত
ডেস্ক নিউজ:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত দুই বিচারপতি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের দেয়া এসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন -এর সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতির সাথে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপিল বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান এবং তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহবান জানান।
উল্লেখ্য যে, সুপ্রিম জুডিসিয়াল এপোয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্টের বিচারপতি এ,কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব কে গত ২৪ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন। আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব-কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’
এরপর গত ২৫ মার্চ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচারপতি এ,কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান।
+ There are no comments
Add yours