হাসিনাকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে: দুদক চেয়ারম্যান

Estimated read time 0 min read
Ad1

হাসিনাকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে: দুদক চেয়ারম্যান

ডেস্ক নিউজ:

অন্য যেকোনো আসামি আর শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশন বা দুদকের কাছে সমান। দুদকের আসামি হিসেবে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আদালতের নির্দেশনা মানা হবে। প্রয়োজনে নেয়া হবে ইন্টারপোলের সহায়তা।

রোববার (৬ এপ্রিল) দুপুরে ঈদ পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়া তিনি জানান, টিউলিপ সিদ্দিকির আইনজীবীর দুদকে পাঠানো চিঠির জবাব দেয়নি দুদক। চিঠি না দিয়ে পরামর্শ দিয়েছেন আদালতের মুখোমুখি হবার। জানান, সাকিব আল হাসান আর দুদকের আইকন নেই। তদন্ত সাপেক্ষে হতে পারেন আসামিও।

ঈদের পর সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দেবার অভিজ্ঞতা তুলে ধরতে ব্রিফিংয়ের আয়োজন করেন দুদক চেয়ারম্যান।

এসময় দুদকের আসামি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ কমিশন নেবে কি না, এই প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, ব্যবস্থা নেয়া হবে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী। প্রয়োজনে সহায়তা নেয়া হবে ইন্টারপোলের।

ব্রিফিংয়ে উঠে আসে টিউলিপ সিদ্দিকির বিষয়ও। টিউলিপের পাঠানো চিঠির জবাব দুদক দেয়নি জানিয়ে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, টিউলিপকে আদালতের মুখোমুখি হতে হবে।

ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, সাকিব আর দুদকের আইকন নেই। তদন্ত সাপেক্ষে হতে পারেন দুদকের আসামিও।

মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধার তৎপরতা অব্যাহতমিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধার তৎপরতা অব্যাহত
এছাড়া দুদক চেয়ারম্যান জানান, ৭০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক।

সূত্র:একাত্তর

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours