
ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ডেস্ক নিউজ:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত থেকে ৫০০ গজ দূরে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা সীমান্তের মেইন পিলার ৩৭৬ ও সাব পিলার ৪ এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ওই ব্যক্তিকে সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে বিএসএফ আটক করে। এখন তিনি সেখানেই আছেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত ওসি দিবাকর অধিকারী বলেন, এ ঘটনা শুনেছি।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তির নাম আব্দুল হামিদ (৩৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার পোস্ট সমীর নগর বাদামবাড়ী গ্রামের জাহিদুর রহমানের ছেলে। বৃহস্পতিবার ভোরে যখন বৃষ্টি হচ্ছিল ঠিক ৬টা ৪০ মিনিটের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব–পিলার এলাকা দিয়ে আব্দুল হামিদ ভারতের ভেতরে প্রবেশ করেন। ওই সময় বিএসএফের ১৫২ বেগুনবাড়ি টহল দল তাকে আটক করে। পরে তাকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয়।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours