ফিলিস্তিনের স্বাধীনতা আজও বন্দি—বিশ্ব মুসলিমের নিঃশর্ত ঐক্য ছাড়া মুক্তির কোনো পথ নেই

Estimated read time 1 min read
Ad1

গাউছিয়া ইসলামী পাঠাগারের প্রতিবাদ মিছিলে বক্তারা

ফিলিস্তিনের স্বাধীনতা আজও বন্দি—বিশ্ব মুসলিমের নিঃশর্ত ঐক্য ছাড়া মুক্তির কোনো পথ নেই

 

নিজস্ব প্রতিবেদক:

গাউছিয়া ইসলামী পাঠাগারের নেতৃবৃন্দ বলেন, দখলদার ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর যে নৃশংস বর্বরতা চালাচ্ছে, তা প্রাচীন আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। শিশু থেকে বৃদ্ধ—কেউই এই নির্মমতার হাত থেকে রেহাই পাচ্ছে না। তারা বলেন, বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এটি মানবতার প্রতি তাদের দায়বদ্ধতা এবং মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বড় একটি প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে।বক্তারা ওআইসি ও জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একইসাথে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র ও ভারতের ভূমিকায় গভীর উদ্বেগ জানিয়ে বক্তারা এসব দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ভারত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল পণ্য বৈশ্বিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়।

অদ্য ১১ই এপ্রিল শুক্রবার বাদ জুমা নগরীর উত্তর আগ্রাবাদ পূর্ব মুহুরীপাড়া জামে মসজিদের সম্মুখ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মোড়ে এসে মিছিল সমাপ্ত হয়। মিছিলোত্তর সমাবেশে সংগঠনের সভাপতি এম. সাহেদ উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আল্লামা মুফতি মহিউদ্দিন নেছারী, সাধারণ সম্পাদক মো: মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক এম. জয়নাল আবেদীন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন, অর্থ সম্পাদক সাব্বির হোসাইন শাওন, মুহাম্মদ রিয়াদ, শামসুল আরেফীন, মোস্তাফিজুর রহমান নিটু, জালাল উদ্দিন রুমী, মো: জাবেদ সহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours