আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক তিন পুলিশ কর্মকর্তা কারাগারে

Estimated read time 1 min read
Ad1

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক তিন পুলিশ কর্মকর্তা কারাগারে

ডেস্ক নিউজ:

জুলাই আগস্টে ছাত্র- জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনে গত ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল মঙ্গলবার (১৫ এপ্রিল) ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। সে অনুযায়ী আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউসন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও আব্দুল্লাহ আল নোমান। এ সময় অপর প্রসিকিউটররাও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

যে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন -ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

কুয়েট ইস্যুতে বুয়েট শিক্ষার্থীদের ক্ষোভকুয়েট ইস্যুতে বুয়েট শিক্ষার্থীদের ক্ষোভ
লাশ পোড়ানোর নৃশংস ঘটনার বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেওয়া হচ্ছিলো, তখন এক জন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।

সূত্র: একাত্তর

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours