
চট্টগ্রামের অপরুপ সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডের গুলিয়াখালী সী বীচ
মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম সীতাকুণ্ড প্রতিনিধি:
বাংলাদেশের বানিজ্যিক রাজধানীর অন্যতম পর্যটনশিল্প খ্যাত উপজেলা সীতাকুণ্ড। এই উপজেলা একটি পর্যটন স্পট সমৃদ্ধ। আপনি সীতাকুণ্ড উপজেলা সফর করতে প্রায় বেশ কয়েকদিন লেগে যাবে। বিশেষ করে, ডিসি পার্ক, ভাটিয়ারী মিলিটারি একাডেমি বিএমএ, ভাটিয়ারী সানসেট পয়েন্ট, গল্ফ ও কান্ট্রি ক্লাব, ক্যাফে টুয়েন্টি ফোর, সোনাইছড়ি জুম্মা পাড়া, কুমিরা জুম্মা পাড়া, আকিলপুর সী বীচ, বাঁশবাড়িয়া ফেরিঘাট, বাড়বকুণ্ডের অগ্নিকুন্ড, গুলিয়াখালী সী বীচ, ইকো পার্ক, সহস্র ধারা ঝর্ণা সহ প্রভৃতি সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডে অবস্থিত।
এরই ধারাবাহিকতায় গুলিয়াখালী সী বীচ অন্যতম। চারদিকে দখিনা বাতাস, বঙ্গোপসাগরের মোহনা ও ঝাউবনের ভিড়ে হাজারো পাখির কলরবে একটি নতুন প্রাচীন ও অন্যরকম পরিবেশ সৃষ্টি হবে সেখানে। আপনার মন প্রাণে নতুন কাজ ও নতুন কিছু করার উদ্যিপনা সৃষ্টি হতে পারে। বিশেষ করে বিভিন্ন পর্যটন পিকনিক বা বিশেষ বিশেষ আয়োজনের জন্য গুলিয়াখালী কে বেঁচে নেয় খুব সহজে।।
পরিশেষে সীতাকুণ্ডে সকল পর্যটনশিল্প গড়ে ওঠুক আপন শক্তিতে, এ বিষয়ে প্রশাসন, জনগন সহ সকলের সহযোগিতা কামনা করছি। এ শিল্পসমৃদ্ধ হলে দেশ বহুদূর এগিয়ে যাবে।
গুলিয়াখালী সী বীচ একটি অসাধারণ পর্যটন খ্যাত এলাকা।।
+ There are no comments
Add yours