সীতাকুণ্ডের অপরুপ বৈচিত্র্যময় ছোট দারোগাহাটের গফুর শাহ জামে মসজিদ

Estimated read time 1 min read
Ad1

 

সীতাকুণ্ডের অপরুপ বৈচিত্র্যময় ছোট দারোগাহাটের গফুর শাহ জামে মসজিদ

মোহাম্মদ ইউনুস:

চট্টগ্রাম সীতাকুণ্ড

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ছোট দারোগার হাটের ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ঠিক কিছু দুর পূর্ব দিকে বিরাট স্থান জুড়ে একটি অসাধারণ রুপ বৈচিত্র্যময় মসজিদ অবস্থিত।

সেটা প্রায় ২০০ বছরের পুরোনো গায়েবী একটি মসজিদ। যার সর্বপ্রথম খেতাবতের দায়িত্ব পালন করেছিলেন বিশিষ্ট সুফি সাধক, সবার নিকট মহান রব আল্লাহ র আওলিয়া খ্যাত হযরত গফুর শাহ্ রহঃ।

 

তার নাম অনুসারে মসজিদের নামকরন করা হয় গফুর শাহ্ জামে মসজিদ।

যা বর্তমান অবধি চলমান। অসাধারণ সৌন্দর্যে ভরপুর এ মসজিদে প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, দোয়া, নিয়ত করে আসেন। মসজিদের পরবর্তী প্রায় ৪৭ বছর খেতাবতের দীর্ঘ সময় পার করেন মিরসরাই এর বিখ্যাত মাদ্রাসা লতিফিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট সুফি মাওলানা বাকি বিল্যাহ্ রহ, এরপরে বর্তমানে খেতাবতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন মাওলানা সঘির ইয়ামীন, যিনি হযরত মালেক শাহ্ রহঃ এর নাতী।

এই যে বিরাট ও বিশাল মসজিদ, দরগাহ, খানকাহ, পুকুর অসাধারণ সবকিছু মিলে হাজারো মানুষের অলৌকিক সমস্যার সমাধানের জন্য আর মসজিদের সৌন্দর্য অবলোকন করার জন্য আপনি মসজিদে যাওয়া উচিত।

মসজিদে অসংখ্য গরিব, দুস্ত, অসহায় মানুষের তবারুকের সু ব্যবস্থা করা হয় মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে।

সবকিছু মিলে অসাধারণ একটি জামে মসজিদ মহান রব আল্লাহ র ঘরের জন্য সবসময়ই আমরা উদার চিত্তে দান করা উচিত। খেদমত করা উচিত।

সকল আলেমদের সর্বোচ্চ সম্মান করা উচিত। পরিশেষে মহান রব আল্লাহ র দরবারে পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া চাই মহান রব আল্লাহ সকলকে হেফাজত করুন সকল অশান্তি হতে মুক্তি দান করুন আমিন।।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours