
‘ভারত-আমেরিকা-চীন নয়, দেশের ভবিষ্যত ঠিক করবে জনগণ’
ডেস্ক নিউজ:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত, আমেরিকা, চীন নয়; বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণ করবে এদেশের জনগণ।
শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় ফখরুল বলেন, নিজেদের মধ্যে মতের অমিল ও ভিন্ন চিন্তা থাকলেও দেশের স্বার্থে ৭১ আর ২৪ সব ক্রান্তিকালে এক হয়ে লড়াই করেছে দেশের সব শ্রেণি-পেশার মানুষ।
তিনি বলেন, গণতন্ত্র কারো ওপর চাপিয়ে দেবার বিষয় না। দেশের সুন্দর আগামীর জন্য গণতন্ত্র চর্চার বিকল্প নেই।
তিন বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে এনসিপি: নাহিদতিন বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে এনসিপি: নাহিদ
এসময় বর্তমান অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে দেশ ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।
+ There are no comments
Add yours