
তুচ্ছ ঘটনায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত
ডেস্ক নিউজ:
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার বিকেলে ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে আসলে তারা মিটমাট করে দেন। একপর্যায়ে বহিরাগত তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে ফটকের বাইরে অবস্থায় নেন। জাহিদুল বিশ্ববিদ্যালয় ফটক থেকে বের হতেই তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন জাহিদুলকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours