
কাশ্মীরে জঙ্গি হামলা: প্রাণ দিয়ে সাহসিকতার নজির গড়লেন আদিল
আন্তর্জাতিক ডেস্ক:
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ পর্যটক। এই মর্মান্তিক ঘটনার মধ্যেই উঠে এল এক অনন্য সাহসিকতার কাহিনি। এক পর্যটককে রক্ষার চেষ্টায় প্রাণ দিলেন স্থানীয় যুবক সইদ আদিল হুসেন শাহ।
আনন্দবাজার জানিয়েছে, স্থানীয়ভাবে পরিচিত এই যুবক পেশায় ছিলেন ঘোড়া চালক। জীবিকার টানে পর্যটকদের পাহাড়ি পথে ভ্রমণ করানোই ছিল তার কাজ।
মঙ্গলবার দুপুরে বৈসরন উপত্যকায় ভয়াবহ হামলায় চালানো হয়। চোখের সামনে পর্যটকদের ওপরে গুলি চালাতে শুরু করে একদল জঙ্গি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় একজন জঙ্গির দিকে ঝাঁপিয়ে পড়ে তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সইদ। তবে বন্দুক ছিনিয়ে নেওয়ার আগেই এ কে ৪৭ থেকে গুলি চালায় জঙ্গিরা।ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায়।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সইদ। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মুখের একমাত্র ভরসা তিনিই ছিলেন। ছেলের এমন করুণ পরিণতিতে ভেঙে পড়েছেন বাবা হায়দার শাহ। তিনি বলেন, বিকেল তিনটে নাগাদ আমরা হামলার খবর পাই। বারবার ফোন করেও ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরে থানায় গিয়েই ছেলের মৃত্যু সংবাদ জানতে পারি।
এদিকে মঙ্গলবারের হামলার দায় নিয়েছে পাকিস্তান-সমর্থিত জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের তিন জন পর্যটকও রয়েছেন।
+ There are no comments
Add yours