
জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
ডেস্ক নিউজ:
সব রাজনৈতিক দলের সাথে কথা বলে কমিশন এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চায়, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। ওই সনদের ভিত্তিতে নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা। এমনটিই জানিয়েছে ঐকমত্য কমিশন।
আর প্রথম দফার বৈঠক শেষে ক্ষমতার বিকেন্দ্রীকরণে দলীয় প্রধান, সংসদ প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ আলাদা ব্যক্তির কাছে থাকার পক্ষে মত দিয়েছে আমজনতার দল।
পাঁচ সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে মন্তব্য জানাতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঐকমত্য কমিশনে আসে আমজনতার দল। বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংস্কার কমিশন নিয়ে আলোচনায় বসে দলটি।
আলোচনা শেষে দলের সাধারণ সম্পাদক তারেক রহমাম জানান, ক্ষমতার বিকেন্দ্রীকরণে দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী আলাদা তিন ব্যক্তি হবার পক্ষে তারা।
বৈঠক শুরুর আগে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, সব রাজনৈতিক দলের সাথে কথা বলে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন।
দুই প্রকল্পে ৮৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংকদুই প্রকল্পে ৮৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আলোচনার মাধ্যমে ভবিষ্যতের রূপরেখা নির্মাণে কমিশনের কাজ চলমান বলেও জানান তিনি।
সূত্র:একাত্তর
+ There are no comments
Add yours