
‘ভারত-পাকিস্তান পরিস্থিতি বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব ফেলবে না’
ডেস্ক নিউজ:
ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আধুনিক জমানায় সবকিছু সবাইকে কম-বেশি প্রভাবিত করে। কাজেই কোনকিছুই আমাদেরকে একটুও প্রভাবিত করবে না এটা আমি বলি না। তবে তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে প্রভাবিত করার কিছু নাই। কারণ আমরা এতে কোন পক্ষ নই।
ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে যে কোনো সম্পর্ক খারাপ হলে ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
কাশ্মীর হামলার প্রেক্ষাপটে ভারতে বাংলাদেশিদের গ্রেফতার প্রসঙ্গ শুধুমাত্র পত্র-পত্রিকাতেই দেখেছেন উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে শুধু পত্রপত্রিকাতেই দেখেছি। এর বাইরে কোন অফিসিয়াল কমিউনিকেশন আমাদের দেওয়া হয়নি।
যদি বাংলাদেশের মানুষ হয়, তবে তাদেরকে ফিরিয়ে আনা হবে কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা প্রমাণ সাপেক্ষ বলে মন্তব্য করেন উপদেষ্টা।
ভারত-পাকিস্তানের বর্তমান চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান খুব স্পষ্ট বলেও উল্লেখ করেছেন তিনি। যে কোন উপায়েই দুই দেশের উত্তেজনা যাতে প্রশমিত হয় সেটি বাংলাদেশের কামনা বলে জানিয়েছেন তৌহিদ হোসেন।
তিনি বলেন, আমরা চাইবো ভারত – পাকিস্তান দুই দেশের সাথেই আমাদের সুসম্পর্ক বিদ্যমান হোক। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যেই দেখেছি যে মধ্যস্থতারও প্রস্তাব দু’ একটি দেশের কাছ থেকে এসেছে। সেটা যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দুই পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে হোক আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক।
বাংলাদেশ দুই দেশের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেবে কি না এমন প্রশ্নে তিনি জানান, আগ বাড়িয়ে বাংলাদেশ মধ্যস্থতার উদ্যোগ নিতে চায় না।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours