বাঁশখালীতে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

Estimated read time 1 min read
Ad1

বাঁশখালীতে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উ‌দ্যো‌গে উফশী আউশ বীজ ও রাসায়‌নিক সার বিতরণ উপ‌জেলা অ‌ফিসার্স ক্লাব হলরু‌মে বুধবার (৩০এ‌প্রিল ) সকা‌লে অনু‌ষ্ঠিত হয়। খরিপ/১ ২০২৫-২০২৬ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উ‌দ্বোধন করেন বাঁশখালী উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষি‌বিদ মোঃ আবু সা‌লে‌কের সভাপ‌তি‌ত্বে এ‌তে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ জাম‌শেদুল আলম, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সি‌নিয়র উপ‌জেলা মৎস্য অ‌ফিসার মোঃ‌ তৌ‌সিব উ‌দ্দিন, উ‌দ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কাইছার উদ্দিন, উপ-সহকা‌রি কৃ‌ষি কর্মকর্তা মৃদৃল কা‌ন্তি বড়ুয়া, মোহসেন আলী,প্রনব কুমার‌ দাশ, মিছবাহ উ‌দ্দিন, বিকাশ সেন, রেজাউল করিম, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, বাঁশখালী প্রেস ক্লা‌বের সদস্য স‌চিব মুহাম্মদ মিজান বিন তা‌হের, সাংবা‌দিক শি‌ব্বির আহমদ রানা, রিয়াদুল ইসলাম রিয়াদ, মুহাম্মদ তাফহীমুল ইসলাম প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন ।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours