
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প নয়: তারেক রহমান
ডেস্ক নিউজ:
বিদেশীদের স্বার্থ নয়, দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার অবৈধ নয়, তবে মনে রাখতে হবে, এটি আবার নির্বাচিত সরকারের বিকল্পও নয়।
বৃহস্পতিবার ১ মে ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, রাখাইনকে মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্ত নেয়ার আগে অন্তর্বর্তী সরকার জনগণকে জানায়নি। শুধু তাই নয়, এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করেনি সরকার।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে। তবে আমাদের বক্তব্য, সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দিলে সব সংশয় দূর হয়ে যাবে।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours