নারী সংস্কার কমিশনের প্রস্তাব মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে: মামুনুল হক

Estimated read time 1 min read
Ad1

নারী সংস্কার কমিশনের প্রস্তাব মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে: মামুনুল হক

ডেস্ক নিউজ:

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব দেশের আপামর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

 

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে বক্তৃতায় এসব বলেন তিনি।

মামুনুল হক বলেন, মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন নামতে ভারতীয় মুসলিমদের প্রতি আহ্বান জানাচ্ছি। সীমান্তের এপার থেকে আমরা আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, শাপলা চত্বরে গণহত্যায় নিহতদের তথ্য গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাকার বিষয়টি উদঘাটন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মামুনুল হক।

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাসহ কমিশন বাতিলের দাবিতে আগামী ২৩ মে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।

হেফাজতে ইসলাম বলছে নারী সংস্কার কমিশন যাদের নিয়ে গঠিত হয়েছে তাদের বেশিরভাগই নাস্তিক এ কারণে তারা ইসলাম ও কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা দিয়েছে এইসব প্রস্তাবনা সহ কমিশন বাতিলের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ।

হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় সমাবেশে। পরে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নেতা মামুনুল হক।

মহাসমাবেশে সংহতি জানাতে আসেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

মহাসমাবেশ থেকে নারী সংস্কারের নামে ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা বাতিল, জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনার বিচার, তার আগে পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা, ইসরাইলি ও ভারতের পন্য বর্জন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিনদেশীদের অপতৎপরতা বন্ধ কাশিয়ানীদের তৎপরতা

নিষিদ্ধ করা সহ ১২দফা ঘোষণা পত্র দিয়েছে হেফাজতে ইসলাম।মহাসমাবেশে যুগ্ম মহাসচিব হারুন ইজহার, খালেদ সাইফুল্লাহ সহ অন্যরা বক্তব্য রাখেন।

সূত্র: চ্যানেল আই

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours