
নারী সংস্কার কমিটির বাতিল চায় জামায়াতে ইসলামী
ডেস্ক নিউজ:
নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ পবিত্র কোরআন বিরোধী উল্লেখ করে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
শনিবার (৩ মে) রাজধানীতে জেলা ও মহানগর আমির সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, সকলে সহযোগিতা করলে, সরকার ঘোষিত সময়ে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন সম্ভব। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর দুইদিন ব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলন। যোগ দেন দলটির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।
সম্মেলন উদ্বোধন করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি কল্যাণময় জাতি গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি।
নারী সংস্কার কমিশনের করা সুপারিশ নিয়েও কথা বলেন জামায়াত আমির। কমিশনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে উল্লেখ করেন তিনি। জাতিকে বিভক্ত করার সব ধরনের কূটনৈতিক কৌশল প্রতিহত করে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
+ There are no comments
Add yours