সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৫৯

Estimated read time 1 min read
Ad1

সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৫৯

ডেস্ক নিউজ:

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে গত ২৪-৩০ এপ্রিল পর্যন্ত সাত দিনে আটক করা হয়েছে ২৫৯ জনকে।

সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৩ মে) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, অপহরণকারী, ধর্ষক, প্রতারণাকারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ২৫৯ জন অপরাধীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫৪টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, হাত বোমা, ককটেল, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, চোরাই মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, অবৈধ ওষুধ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

আবরার হত্যার পূর্ণাঙ্গ রায়, ২০ জনের মৃত্যুদণ্ড বহালআবরার হত্যার পূর্ণাঙ্গ রায়, ২০ জনের মৃত্যুদণ্ড বহাল
বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনাক্যাম্পে তথ্য দেয়ার অনুরোধ জানানো হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে সেনাবাহিনী।

সূত্র: একাত্তর

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours