
সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজুর গ্রেপ্তার
ডেস্ক নিউজ:
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমান ওরফে বিপুকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, সূত্রের দেওয়া তথ্যমতে, শুটার বিপুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
জানা গেছে র্যাবের হাতে গ্রেপ্তার ‘শুটার’ মাহফুজুরের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা রয়েছে।
+ There are no comments
Add yours