এম হেলাল উদ্দিন নিরব
পটিয়া, চট্টগ্রাম
পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহাদাম পাড়া এলাকার গ্রামীন সড়ক গুলো বেহাল অবস্থায় পড়ে আছে।এই সড়ক গুলো দেখার মতো কোনো জনপ্রতিনিধি নাই বললে চলে,যে সড়কের উপর দিয়ে গাড়ি চলাচল দূরের কথা মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছেন না এই সড়ক দিয়ে,এতে দূর্ভোগে দিন কাটাতে হচ্ছে শতাধিক পরিবার।
এদিকে এলাকার শতাধিক পরিবারের লোকজন চলাচলে দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে।
সম্প্রতি বৃষ্টির পানি জমে থাকার কারণে কাদা মাটি নিয়ে এলাকার জনগোষ্ঠীর চলাচল করতে দেখা যায়।
মাহাদাম পাড়া এই সড়কের কিছু অংশ সংস্কার করা হলেও মূল পয়েন্টে সংস্কার না করার কারণে বর্তমানে রাস্তার এই পরিণতি হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহাদাম পাড়ার প্রায় শতাধিক পরিবার রয়েছে। তাদের বাড়িতে যাওয়া আসার একমাত্র রাস্তা এখন কাদা মাটিতে ভরপুর।
স্থানীয়রা বলেন, ভোটের সময় তারা মানুষের দরজায় দরজায় ভোট খোঁজতে আসে,যখন ভোট চাইতে আসে তখন জনপ্রতিনিধিদের তৎপরতা বেড়ে যায়। ভোট চলে গেলে এলাকার লোকজনের কথা তারা আর মনে রাখেন না। জনগণ কি মরে গেছে নাকি বেচে আছে সেটা পর্যন্ত তারা দেখে না।
স্থানীয় বোরহান উদ্দিন জানিয়েছেন, বৃষ্টির পানি জমে থাকার কারণে তাদের এলাকার লোকজন দুর্ভোগের শিকার। শতাধিক মানুষ কষ্টে দিন ঘুনতে হচ্ছে। গ্রামীণ এই সড়কটি সংস্কারের জন্য তৎকালীন ইউপি চেয়ারম্যান শামসুল আলমকে জানানো হলে তিনি রাস্তার সামান্য অংশ ব্রীক সলিং দিয়ে সংস্কার করে। রাস্তার বাকী অংশের কাজ না করার কারণে এই দুর্ভোগ।
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ মিয়া জানিয়েছেন, হাইদগাঁও ইউপির মাহাদাম পাড়ার রাস্তাটি গুরুত্বপূর্ণ। রাস্তায় বৃষ্টির পানি জমে থাকার সংবাদ তিনি পেয়েছেন। ওই রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের বরাদ্দ আসলে তখন রাস্তা সংস্কার করা হবে।
+ There are no comments
Add yours