
ইটালি আরও লোক নিতে আগ্রহী: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক নিউজ:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইটালি বাংলাদেশ থেকে সঠিক পন্থায় আরও লোক নিতে আগ্রহী।
সোমবার ৫ মে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন।
তিনি বলেন, অবৈধভাবে যারা ইতালিতে অবস্থান করছেন তাদের বৈধতা দেওয়ার অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার বিষয়ে উপদেষ্টা জানান, গতকাল হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় অনেককেই ধরা হয়েছে। ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours