
নির্ধারিত ইউরোপ সফর বাতিল করলেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তার নির্ধারিত ইউরোপ সফর বাতিল করেছেন। চলতি মাসে তার জার্মানি এবং অন্য কয়েকটি ইউরোপীয় দেশ সফরের কথা থাকলেও হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ (৭ মে) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতের সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে নরেন্দ্র মোদির তিন দেশের ইউরোপ সফর বাতিল করা হয়েছে।
এই সফরের মাধ্যমে মোদীর ইউরোপের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার কথা ছিল। বিশেষ করে ভারত-ইইউ বাণিজ্য, প্রতিরক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হতো বলে ধারণা করা হয়েছিল।
যদিও সরকারিভাবে এই সফর নতুন করে কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি, তবে শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।
+ There are no comments
Add yours